২৪ ঘন্টায় দেশে নতুন ৪১ জন আক্রান্ত মারা গেছেন ৫ জন


গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ৪১ জন। এনিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৪ জনে। নতুন করে মারা গেছেন ৫ জন। মঙ্গলবার দুপুরে আইইডিসিআর-এর পরিচালক এ তথ্য দিয়েছেন।
সংবাদ ব্রিফিং-এর আইইডিসিআর-এর পরিচালক মীরজাদী সেবরিনা ফ্লোরা জানান, ২৪ ঘন্টায় ৭৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে করোনায় আক্রান্ত ব্যক্তি হচ্ছেন ৪১ জন। নতুন আক্রান্তের মধ্যে ২০ জন ঢাকার। এর বাইরে নারায়নগঞ্জের রয়েছেন ১৫ জন। আক্রান্তের মধ্যে ১০ বছরের নিচের একটি শিশুও রয়েছে।
করোনায় আক্রান্তের মধ্যে নতুন করে ৫ জন মারা গেছেন। এরমধ্যে ৪জন পুরুষ ও ১ জন মহিলা। দেশে করোনায় মৃত্যের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৪-২০ 

,