করোনার ভয়াবহতার মাঝে চাঁপাইনবাবগঞ্জে শতাধিক মুসল্লি নিয়ে নামাজ আদায় > ইমাম আটক

দেশে একদিনে ১৫ জন মারার যাওয়ার দিন শুক্রবার করোনা পরিস্থিতির ভয়বহতার মাঝে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা উত্তরপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায় হয়েছে শতাধিক মুসল্লি নিয়ে। এ ঘটনায় সরকারি নির্দেশনা অমান্যের দায়ে ওই মসজিদের ইমামকে আটক করা হয়েছে।
করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশের আলেম সমাজের সঙ্গে আলোচনা করে ইসলামিক ফাউন্ডেশন সম্প্রতি দেশের মসজিদগুলোয় সীমিত আকারে নামাজ আদায়ের নির্দেশনা জারি করে। সরকারি নির্দেশনা এই অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় মসজিদে নামাজ আদায় হলেও প্রত্যান্ত এলাকায় এই আদেশ মানা হচ্ছেনা এমন অভিযোগ বিভিন্ন এলাকায় থেকে পাওয়া যায়। ইসলামিক ফাউন্ডেশনের আদেশ অমান্য করে জুম্মার জামাতে শতাধিক মুসল্লি নিয়ে নামাজ আদায় করায় ঘুঘুডিমা উত্তরপাড়া জামের মসজিদের ইমামকে পুলিশ আটক করেছে।
সদর থানার অফিসার ইনচার্জ ওসি জিয়াউর রহমান জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী জুম্মার নামাজ ১০ জন মুসল্লি নিয়ে আদায় করার কথা থাকলেও ইমাম ফয়েজুয় যোহা ফয়েজ চার কাতাওে ১০০ থেকে ১১০ জনকে নিয়ে নামাজ আদায় করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমামকে আটক করে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৪-২০