করোনা প্রতিরোধে মাঠে প্রশাসন বাড়িতে বাড়িতে লেখা হচ্ছে হোম কোয়ারেন্টাইন

করোনা ভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সরকারি নির্দেশন অনুসরণ করাতে চাঁপাইনবাবগঞ্জে মাঠ পর্যায়ে কাজ করছে জেলা প্রশাসন। এদিকে, জেলা পুলিশের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়ি চিহ্নিত করা হচ্ছে
কর্মসুচির অংশ হিসেবে আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের খোঁজখবর নেয়া হয় এবং তাদের পরিবারের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনের নেতৃত্বে চলা মতবিনিময়কালে পুলিশের উপ পরিদর্শক মাকসুদুল হাসান, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।

এসময় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা সরকারের যথাযথ নির্দেশন অনুসরণ করার অঙ্গিকার করেন।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বিদেশ থেকে দেশে ফেরার পর হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাড়ি চিহ্নিত করতে ওই বাড়ির দেয়ালে হোম কোয়ারেন্টাইন লেখা শুরু হয়েছে। শনিবার সদর উপজেলার কয়েকটি বাড়িতে এই হোম কোয়ারেন্টাইন শব্দ লেখা হয়েছে যা জেলা পুলিশের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে।




চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৩-২০

,