করোনা ভাইরাস প্রতিরোধের মার্কেট বন্ধ > সড়কগুলো ছিলো ফাঁকা

করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রধান প্রধান মার্কেটসহ বিভিন্ন এলাকার বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার রাত থেকে পুলিশ মার্কেটসহ বিভিন্ন দোকান বন্ধ করার আহবান জানায়। পাশাপাশি প্রশাসন দোকান বন্ধ রাখতে অভিযান পরিচালনা করে।
বুধবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের ক্লাব সুপার মার্কেট, নিউ মার্কেট, সেন্টু মার্কেটসহ প্রধান প্রধান মার্কেটগুলো খুলেনি। অন্যান্য দোকানপাটও বন্ধ থাকতে দেখা গেছে। শহরের পুরাতন বাজার ও নিউ মার্কেটের কাঁচা বাজার খোলা আছে। কাঁচা বাজারে সকালের দিকে ক্রেতা সাধারণের উপস্থিতি কিছুটা থাকলেও পরে তা কমে যায়।
এদিকে, শহরের মানুষজনের উপস্থিতি একেবারেই কম। সড়কগুলো ছিল প্রায় ফাঁকা। প্রশাসনের পক্ষ থেকে মাইকযোগে করোনা মোকাবেলায় সচেতনতামূলক প্রচারসহ মানুষকে ঘরের মধ্যে থাকার পরামর্শ প্রদান করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৩-২০

,