৫ বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন

দীর্ঘ ৫ বছর পর আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সর্বশেষ ২০১৪ সালের ২৩ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য মন্ত্রী হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন।  জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ শহরে সাজসাজ রব পড়েছে। সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড ও ব্যানারে ছেয়ে গেছে স্টেডিয়ামসহ আশেপাশের এলাকা। সম্মেলনকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৪ জন করে প্রার্থীর নাম শোনা যাচ্ছে। সভাপতি পদে জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডল, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রুহুল আমীন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার এনামুল হক ও ইউকসু’র সাবেক জিএস প্রকৌশলী মাহতাব উদ্দীন প্রচারণা চালাচ্ছেন। সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান ও জেলা স্বাচিবের সভাপতি ডা. গোলাম রাব্বানী তৎপরতা চালাচ্ছেন।
জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জামাল আবু নাসের পলেন জানান, এই সম্মেলনে মোট কাউন্সিলর থাকছেন ২৮২ জন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৩-২০