চাঁপাইনবাবগঞ্জে আরো ১৩৬ জন হোম কোয়ারেন্টাইনে >প্রশাসন খুঁজছে আরো ১৫০৮ জনকে
করোনা প্রতিরোধের সতর্কতা হিসেবে গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে ১৩৬ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে চাঁপাইনবাবগঞ্জে হোম কোয়ারেন্টাইনে রাখার সংখ্যা দাঁড়ালো ৫০৯ জনে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, নতুন করে হোম কোয়ারেন্টাইনে থাকা ১৩৬ জনের প্রত্যেকেই শাহজালাল বিমান বন্দর দিয়ে বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন। তিনি জানান, শাহজালাল বিমান বন্দর কর্তৃপক্ষ বিমান বন্দর দিয়ে দেশে ঢোকা ১ হাজার ৬৪৪ জনের একটি তালিকা শুক্রবার রাতে পাঠিয়েছেন। তার মধ্য থেকে ১৩৬ জনকে খুঁজে বের করা হয়েছে। বাকি হোম কোয়ারেন্টাইনে রাখতে তৎপরতা চালানো হচ্ছে।
এরআগে হোম কোয়ারেন্টাইনে থাকা ৩৭৩ জনের মধ্যে ৪০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। বাকী বাংলাদেশিরা ভারত ও ইতালি থেকে দেশে ফিরেছেন।
এদিকে, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সরকারি নিদের্শন অনুসরণ করতে প্রশাসন মাঠ পর্যায়ে কাজ করছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৩-২০
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, নতুন করে হোম কোয়ারেন্টাইনে থাকা ১৩৬ জনের প্রত্যেকেই শাহজালাল বিমান বন্দর দিয়ে বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন। তিনি জানান, শাহজালাল বিমান বন্দর কর্তৃপক্ষ বিমান বন্দর দিয়ে দেশে ঢোকা ১ হাজার ৬৪৪ জনের একটি তালিকা শুক্রবার রাতে পাঠিয়েছেন। তার মধ্য থেকে ১৩৬ জনকে খুঁজে বের করা হয়েছে। বাকি হোম কোয়ারেন্টাইনে রাখতে তৎপরতা চালানো হচ্ছে।
এরআগে হোম কোয়ারেন্টাইনে থাকা ৩৭৩ জনের মধ্যে ৪০ জন ভারতীয় নাগরিক রয়েছেন। বাকী বাংলাদেশিরা ভারত ও ইতালি থেকে দেশে ফিরেছেন।
এদিকে, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সরকারি নিদের্শন অনুসরণ করতে প্রশাসন মাঠ পর্যায়ে কাজ করছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৩-২০