যুবলীগ নেতা ডিবি পুলিশ! শিবগঞ্জে আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক বারিউল ইসলাম বাহাদুর নিজেকে গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ) পরিচয় দিয়ে ঢাকাগামী এক যাত্রীর ব্যাগ তল্লাশীর চেষ্টার অভিযোগে সঙ্গিসহ পুলিশের হাতে ধরা পড়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ‘ঢাকা বাসস্ট্যান্ড’ এলাকায়। ভুয়া ডিবি পুলিশ হিসেবে যুবলীগ নেতার আটকের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে এবং এঘটনায় একটি মামলা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জস্থ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের মহাসিন আলীর ছেলে ও শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বারিউল ইসলাম বাহাদুর (৩১), শিবগঞ্জ পৌর এলাকার চতুরপুর নতুনপাড়ার আব্দুল মজিদেও ছেলে মাসুদ রানা (৩০)  এবং কারবাল মোড়ের আব্দুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ (৩০) ঢাকাগামী যাত্রী পাকা ইউনিয়নের শহিদুল ইসলামের ব্যাগ তল্লাশির চেষ্টা করে। এসময় অন্যান্য যাত্রীরার বাধা দিলে তারা উত্তেজিত হয়ে উঠে এবং যাত্রী শহিদুলের মামা কাজল ইসলামকে মারধর করে। এতে কাজল আহত হলে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে এসে বাহাদুর ও মাসুদ রানাকে আটক করে। তবে অন্যজন পালিয়ে যায়। এ ঘটনায় কাজল বাদি হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেছেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, ভুয়া ডিবি পুলিশ আটকের ঘটনায় মামলা হয়েছে। মামলার অপর আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের অভিযান চালানো হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০২-২০

,