সবার জন্য বাসগৃহ কর্মসুচিকে এগিয়ে নিতে সদর উপজেলায় নির্মাণ হচ্ছে ৩৬ বাড়ি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনর অগ্রাধিকার প্রকল্পের অংশ হিসেবে দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করা হচ্ছে।
দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টিআর কাবিটা কর্মসুচির আওতায় ইসলামপুর ইউনিয়নে ৩৬টি বাসগৃহ নির্মাণ করা হচ্ছে। এরজন্য ব্যয় হচ্ছে, ১ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা। ইতোমধ্যে ২৮টি ঘর নির্মাণ শেষ হয়েছে। বাকিগুলো চলতি মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
সোমাবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে প্রকল্প কাজ পরিদর্শন করেছেন। এসময় ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সবার জন্য বাসগৃহ নিশ্চিত কর্মসুচির অংশ হিসেবে ৩ শতাংশ জমির মালিককে বিশেষ সুবিধা সম্পন্ন বাসগৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০২-২০