শাহনেয়ামতুল্লাহ কলেজে পিঠা উৎসব

ফাল্গুন বাঙালীর জীবনের ঐতিহ্যবাহী দিন। আর এ দিনটিকে ঘিরে গ্রাম বাংলার মানুষ পিঠা-পুলি উৎসবে মেতে ওঠে। নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলিকে পরিচয় করিয়ে দিতে  চাঁপাইনবাবগঞ্জ শাহনেয়ামতুল্লাহ কলেজে আয়োজন করা হয় পিঠা উৎসবেরএ উৎসবকে ঘিরে অংশ নেয় বাসন্তি রং এর শাড়ি আর ফুলের মালা পড়া শতাধিক ছাত্রীরা। গতকাল শনিবার শাহ্্নেয়ামতুল্লাহ কলেজঁ চত্বরে এ বসন্তবরণ ও পিঠা উৎসবের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন। এ উপলক্ষে কলেজ অধ্যক্ষ মোঃ আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভা বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা মোঃ মেসবাহুল শাকের জ্যোতি।
পরে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন রকমের তৈরী পিঠার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা।
পাটিসাপটা, ভাপাপিঠা, পুলি, মুইঠা, তেলপিঠা, তিলের পিঠাসহ নানা নামের ও স্বাদের পিঠা উৎসবে বাড়তি পাওনা হিসেবে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সবার অংশগ্রহণে জমজমাট একটি দিন কাটায় শিক্ষার্থীরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০২-২০