চাঁপাইনবাবগঞ্জ সরকারি হাসপাতালের অব্যবস্থাপনার প্রতিবাদে জাসদ-ছাত্রলীগের বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের অব্যবস্থাপনা ও অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জেলা জাসদ ছাত্রলীগ।
রোববার দুপুরে শহরের নিমতলা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জাসদ নেতা মনিরুজ্জামান মনির, আবু হেনা বাবলু, জেলা জাসদ-ছাত্রলীহের সভাপতি আব্দুল মজিদ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের জাসদ ছাত্রলীগের সভাপতি তসিকুল ইসলাম তনু ও সাধারণ সম্পাদক আসিফ ইয়াসির। 
পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হাসপাতালে চিকিৎসাধীন রোগিদের সামান্যতম ওষুধ-পথ্যও হাসপাতাল থেকে সরবরাহ করা হয় না। সব পথ্যই বাইরে থেকে কিনতে বলা হয়। এছাড়াও চিকিৎসকরা হাসপাতালে রোগির পরীক্ষা নিরীক্ষা না করে বাইরের ক্লিনিকে যাওয়ার পরামর্শ দেন। এতে একদিকে যেমন রোগির ভোগান্তি বাড়ছে তেমনি চিকিৎসা খরচও বাড়ছে। এই অবস্থা চলতে থাকলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌছাতে সরকারের যে উদ্যোগ, তা ভেস্তে যাবে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০২-২০