শেষ হলো গোমস্তাপুরে অনূর্ধ্ব-১৬ বালকদের ভলিবল প্রতিযোগিতা
শেষ হলো চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অনূর্ধ্ব-১৬ বালকদের ভলিবল প্রতিযোগিতা। বুধবার হোগলা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতার শেষ দিনে চূড়ান্ত পর্বের খেলায় হোগলা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হোগলা জনকল্যাণ সমিতি।
জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহা. হুমায়ূন রেজা, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহান, জেলা মৎস্য অফিসের সহকারী প্রধান মোজাম্মেল হক, সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম ও আব্দুল করিম, জেলা ক্রীড়া অফিসের সহকারী প্রধান জহুরুল হক জনি।
প্রতিযোগিতায় মোট ৬টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
উল্লেখ্য, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৯-২০২০ এর অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস চাঁপাইনবাবগঞ্জের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৫-০১-২০
জেলা ক্রীড়া অফিসার আখতারুজ্জামান রেজা তালুকদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহা. হুমায়ূন রেজা, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহান, জেলা মৎস্য অফিসের সহকারী প্রধান মোজাম্মেল হক, সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম ও আব্দুল করিম, জেলা ক্রীড়া অফিসের সহকারী প্রধান জহুরুল হক জনি।
প্রতিযোগিতায় মোট ৬টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
উল্লেখ্য, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৯-২০২০ এর অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস চাঁপাইনবাবগঞ্জের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৫-০১-২০