শিবগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগরে বুধবার উচ্চ মূল্য ফসল উৎপাদন প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মঞ্জুরুল হুদা, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার, উপজেলা কৃষি অফিসার এস এম আমিনুজ্জামান।
ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগাম-২ প্রকল্পের আওতায় এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। শতাধিক কৃষক কৃষাণীর অংশ গ্রহণে অনুষ্ঠিত মাঠ দিবসে উচ্চ মূল্যের ফসল উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক শিবগঞ্জ/ ১৫-০১-২০

,