উপ-রাজরামপুরে সড়ক দূর্ঘটনায় বাবা-মেয়ে নিহত
চাঁপাইনবাবগঞ্জ- রাজশাহী মহাসড়কের উপ-রাজরামপুরে সোমবার ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছে। নিহতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর ঝন্ডিপাড়ার গোলাম রাব্বানী ও তার মেয়ে সাদেকিনা রশ্নি। রশ্নি উপ রাজারামপুর কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
চাঁপাইনবাবগঞ্জের ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনিরুল ইসলাম জানান, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে স্কুল থেকে মেয়েকে নিয়ে মটর সাইকেলযোগে বাড়ি ফিরছেলেন গোলাম রাব্বানী। এ সময় রাজশাহীগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটানাস্থলেই মারা যান তারা। দুর্ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাকদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যেতে সক্ষম হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০১-১৯
চাঁপাইনবাবগঞ্জের ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনিরুল ইসলাম জানান, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে স্কুল থেকে মেয়েকে নিয়ে মটর সাইকেলযোগে বাড়ি ফিরছেলেন গোলাম রাব্বানী। এ সময় রাজশাহীগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটানাস্থলেই মারা যান তারা। দুর্ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী সড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাকদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যেতে সক্ষম হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০১-১৯