আরামবাগ মাদ্রাসায় বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আজাইপুর আরামবাগ জা. ও. দাখিল মাদ্রাসায় সোমবার বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে মাদ্রাসার শ্রেণী কক্ষে ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ শীর্ষক বির্তক প্রতিযোগিতায় মাদ্রসার মোট ১২ জন শিক্ষার্থ অংশ গ্রহণ করেন। বির্তকের পক্ষে বক্তব্য তুলে ধরেন শিক্ষার্থী সজিব, আসিফা, সাদিয়া, রোকাইয়া, মারুফ হোসেন, আব্দুর রাকিব। বিপক্ষে বক্তব্য তুলে ধরেন ফাহমিদা আক্তার, রোমানা খাতুন, খালেদুন নাহার, উসমান গনি, হিজমুল্লাহ, ওয়াহেদুজ্জামান।
প্রতিযোগিতায় পক্ষের দল বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে মাদ্রাসা সুপার মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক। প্রতিযোগিতায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক আসগর আলী, সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক আব্দুল হান্নান। বিচারক ছিলেন, সহকারী শিক্ষক ইসরাত জাহান, রেহানা লাভলী ও শামীমা জাহান।

চাঁপাইবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০১-২০