ভোলাহাটে ২টি পিস্তলসহ ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড় জামবাড়ীয়া এলাকা থেকে মঙ্গলবার রাতে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। দিবাগত রাত সোয়া ১০ টার দিকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা  গোমস্তাপুরের নরশিয়া গ্রামের ফয়ুদ্দিনের ছেলে  মামুন (৩০) ও একই এলাকার  ইদ্রিশ আলীর ছেলে দুলু মিয়া(৩৫)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাতে ভোলাহাট উপজেলার বড় জামবাড়ীয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ মামুন ও দুলুকে আটক করা হয়। এ ঘটনায় ভোলাহাট থানায় অস্ত্র আইনে  মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,ভোলাহাট/০১-০১-২০

,