পাগলা নদী থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদীতে ডুবে যাওয়া দেলোয়ার হোসেন (১২) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।
সোমবার দুপুরে ছত্রাজিতপুর ইউনিয়নের চক ঘোড়াপাখিয়া এলাকার পাগলা নদীতে থেকে মরদেহ উদ্ধার করে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। ওই স্কুল ছাত্র একই এলাকার আতাউর রহমানের ছেলে ও চক ঘোড়াপাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালেয়র চতুর্থ শ্রেণির ছাত্র।
আতাউর রহমান জানান, আমার ছেলে দেলোয়ার রবিবার দুপুরে টিফিনে বাড়ি এসে পাগলা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুজি করেও সন্ধান না পেয়ে রাতে রাজশাহী ডুবুরি দলকে খবর দেয়া হয়। রাজশাহী ডুবুরি দলের টিম লিডার নুরুন্নবী জানান, সোমবার সকালে রাজশাহী ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নিয়ে দুপুরে লাশ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-১২-১৯

,