৫৩ ও ৫৯ ব্যাটালিয়নের আয়োজনে বিজিবি দিবস পালিত

বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে দু’ ব্যাটালিয়নের আয়োজনে ২২৪ তম ‘বিজিবি দিবস’ পালিত হয়েছে। শুক্রবার ৫৩’ব্যাটালিয়নের আয়োজনে ব্যাটালিয়ন সদরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। এরপর মিলাদ মাহফিল ও বিশেষ দরবার অনুষ্ঠিত হয়।
দুপুরে প্রীতিভোজ শুরুর পূর্বে শুভেচ্ছা বক্তব্য দেন ব্যাটালিয়ন পরিচালক লে.কর্নেল মাহবুবুর রহমান খান। এসময় অতিরিক্ত পরিচালক মেজর মিজানুর রহমান খান,সহকারী পরিচালক মাহফুজুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম,জেলা ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক আবুল কালাম,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান খান,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিয়াউর রহমান সহ আমন্ত্রিত অতিথি,সুধী ও বিজিবি সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে ৫৯ ব্যাটালিয়নের আয়োজনে বিজিবি দিবস উদযাপন করেছে। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১২-১৯