শিবগঞ্জে নদী তীরবর্তী ৭ ইটভাটা উচ্ছেদ

নদ-নদী, খাল-ছড়াসহ প্রাকৃতিক জলাশয় উদ্ধারে সারা দেশে একযোগে অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। সোমবার এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদী তীরবর্তী বহালাবাড়ি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৭টি ইটভাটা জেলা প্রশাসনের সহায়তায় পানি উন্নয়ন বোর্ড উচ্ছেদ করেছে। অবৈধভাবে গড়ে ওঠা ৩টি সম্পূর্ণরূপে এবং নদী তীর আংশিক দখলে রাখায় ৪টি ইটভাটাতে আংশিক উচ্ছেদ অভিযান চালানো হয়।
উচ্ছেদকৃত ইটভাটাগুলো হলো- মেসার্স সাথী ব্রিকস, মেসার্স বিশ্বাস ব্রিকস ও মেসার্স বিসমিল্লাহ ব্রিকস। এছাড়া আংশিক উচ্ছেদকৃত ইটভাটাগুলো হলো- মেসার্স হ্যাপি অ্যান্ড সাদিয়া ব্রিকস, মেসার্স হ্যাপি অ্যান্ড সাদিয়া ব্রিকস-২, মেসার্স খান ব্রিকস, মেসার্স বিশ্বাস ব্রিকস-২।

অভিযানে অংশ নেয় পরিবেশ অধিদপ্তরের একটি দল, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টরা। 
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসরুবা ফেরদৌস জানান, ১৩৬৩ দাগটি নদীর জমি। এ জমিতে অবস্থিত ৩টি ইটভাটা সম্পূর্ণরূপে এবং এ দাগের জমি দখলে রাখার অভিযোগে ৪টি ইটভাটার স্থাপনা অপসারণ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর রাজশাহী কার্যালয়ের পরিদর্শক মো. আজহারুল ইসলাম জানান, উচ্ছেদকৃত এসব ইটভাটার পরিবেশ অধিদপ্তরের অনুমতি হালনাগাদ না থাকাসহ ভাটা-সংলগ্ন বাগানগুলোর আম কালো, তেতো হয়ে যাওয়ায় বাগানমালিকদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১২-১৯

,