পরিবহন শ্রমিকদের সমন্বয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটসহ আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ থাকার মুখে সড়ক পরিবহন আইন ২০১৮ নিয়ে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে পরিবহন শ্রমিকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জের বাস ট্রাকসহ বিভিন্ন পরিবহণ শ্রমিক মালিকেরা অংশ নেয়। ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি লুৎফর রহমান ফিরোজ, জেলা বিআরটিএর সহকারী পরিচালক প্রকৌশলী আনোয়ারুল কিবরিয়া, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আব্দুস সামাদ বকুল।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, বিআরটিএর পরিদর্শক মেহেদী হাসানসহ জেলার বাস ও ট্রাক শ্রমিক নেতৃবৃন্দ।
সভায় শ্রমিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আর প্রশাসনের পক্ষ থেকে জনগনের দুর্ভোগ লাঘবে সড়ক পরিবহন আইন মেনে গাড়ি চলাচল শুরু করার আহবান জানানো হয়।
সভা সূত্র জানিয়েছে, সভায় শ্রমিকরা অন্তত অভ্যান্তরিণ রুটে বাস চলাচল শুরু করার ব্যাপারে সম্মত হলেও সভা শেষে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে বাস চলাচল বন্ধ অব্যাহত রাখে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-১১-১৯