বারঘরিয়ার ইউপি সদস্য রঞ্জু ইয়াবাসহ আটক

২হাজার ২’শ ৫৬ পিস ইয়াবাসহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রঞ্জু খান (৩৫) কে  আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে বারঘরিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রঞ্জু বারঘরিয়া এলাকার নুর আলম খানের ছেলে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল সদর উপজেলার বারঘরিয়া বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে  ২ হাজার ২৫৬ পিস ইয়াবাসহ ইউপি সদস্য রঞ্জু খানকে হাতেনাতে আটক করা হয়।
র‌্যাব আরো জানায়, আটক রঞ্জু দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-১১-১৯