চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচন> প্রচারণার শেষ দিনে ব্যস্ত প্রার্থীরা
আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
শনিবার ভোর থেকেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের স্ব স্ব প্রতিকে ভোট চাইছেন।
চাঁপইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। এরা হচ্ছেন, আওয়ামী লীগের এ্যাড. নজরুল ইসলাম, বিএনপি’র তসিকুল ইসলাম তসি ও স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান তোতা। ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী সোমবার চাঁপাইনবাবগঞ্জের ১৪টি ইউনিয়ন ও এক পৌরসভার ১৫৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে মোট ৩ লাখ ৮১ হাজার ৯১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোটারের মধ্যে ১ লাখ ৯০ হাজার ৬৯৩ জন পুরষ ও ১ লাখ ৯১ হাজার ২২১ জন মহিলা রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-১০-১৯
শনিবার ভোর থেকেই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের স্ব স্ব প্রতিকে ভোট চাইছেন।
চাঁপইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন। এরা হচ্ছেন, আওয়ামী লীগের এ্যাড. নজরুল ইসলাম, বিএনপি’র তসিকুল ইসলাম তসি ও স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান তোতা। ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী সোমবার চাঁপাইনবাবগঞ্জের ১৪টি ইউনিয়ন ও এক পৌরসভার ১৫৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে মোট ৩ লাখ ৮১ হাজার ৯১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোটারের মধ্যে ১ লাখ ৯০ হাজার ৬৯৩ জন পুরষ ও ১ লাখ ৯১ হাজার ২২১ জন মহিলা রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-১০-১৯