গেল ২৪ ঘন্টায় বাড়েনি পদ্মার পানি
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গত ২৪ ঘন্টায় পানি বৃদ্ধি পায়নি। পদ্মার পানি স্থিতিশীল থাকালেও চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলের চরাঞ্চলের আরো বেশ কিছু গ্রাম বন্যা কবলিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় পদ্মা ২২ দশমিক ২৩ সেন্টি মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তা বিপদসীমার ২৭ সেন্টিমিটার নিচে রয়েছে। এদিকে গেল ক’দিন পদ্মার সঙ্গে মহানন্দা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় গোমস্তাপুর উপজেলার কিছু এলাকায় পানি ঢুকেছে।
চাঁপাইনাববগঞ্জের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাসানুজ্জামান ফৌজদার জানান, বন্যায় জেলার ১৩ হাজার ৯০০ পরিবারের ৫৮ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। চরম দুর্ভোগের মধ্যে পড়েছে সাধারণ মানুষ। এসব এলাকায় ব্যাপক পরিমাণ ফসলী জমিও পানির নিচে তলিয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মানুষের জন্য ১১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-১০-১৯
চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় পদ্মা ২২ দশমিক ২৩ সেন্টি মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তা বিপদসীমার ২৭ সেন্টিমিটার নিচে রয়েছে। এদিকে গেল ক’দিন পদ্মার সঙ্গে মহানন্দা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় গোমস্তাপুর উপজেলার কিছু এলাকায় পানি ঢুকেছে।
চাঁপাইনাববগঞ্জের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাসানুজ্জামান ফৌজদার জানান, বন্যায় জেলার ১৩ হাজার ৯০০ পরিবারের ৫৮ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। চরম দুর্ভোগের মধ্যে পড়েছে সাধারণ মানুষ। এসব এলাকায় ব্যাপক পরিমাণ ফসলী জমিও পানির নিচে তলিয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মানুষের জন্য ১১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-১০-১৯