বিশ্ব শিক্ষক দিবস পালিত

বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক সমিতির উদ্যোগে শহরের সরকারি কলেজ মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিল্পকলা মার্কেটস্থ শিক্ষক সমিতির মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম, শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক আসলাম কবির, সংগঠনের সভাপতি ও রানিহাটি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কামাল উদ্দিন, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। সভায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। এতে শিক্ষার মান্নোয়নে সকল শিক্ষকদের যতœবান হয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহবান জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-১০-১৯