প্রশাসনিক সেবা মিলবে ‘৩৩৩’ কলসেন্টারে > প্রচারণার উদ্বোধন

নাগরিক সেবায় ‘৩৩৩’ কলসেন্টারের বুধবার চাঁপাইনবাবগঞ্জে প্রচারণামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রচারণামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। এসময় উপস্থিত ছিলেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজকির-উজ-জামান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
‘৩৩৩’ কলসেন্টারকে জনগনের সঙ্গে প্রশাসননের যুক্ত হবার নতুন সেতু বন্ধন উল্লেখ করে অনুষ্ঠানে জানানো হয়, প্রশাসনিক সেবা, তাৎক্ষনিক সহযোগিতা কিংবা সামাজিক কোন সমস্যার প্রতিকার চাইলে যে কেউ ঘরে বসে এই সেবা গ্রহণ করতে পারবেন। তথ্য ও প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রামের আওতায় ৩৩৩ কলসেন্টার পরিচালিত হচ্ছে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৯-১৯