বটতলাহাটে ছাগলের আড়ালে ২২ অস্ত্র আটক মামলায় ৩ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট শংকরবাটির আলোচিত ২২ অস্ত্র উদ্ধার মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. শওকত আলী এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর-গোপালনগরের শাহ আলম, তেলকুপি গ্রামের আবুল কালাম, চট্টগ্রামের বোয়ালখালি উপজেলার আহল্লা-সাধারপাড়ার মোহাম্মদ ওসমান আলী। রায় ঘোষণার সময় শাহ আলম ও আবুল কালাম উপস্থিত থাকলেও ওসমান আলী পলাতক ছিল। মামলার অপর আসামী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি মহল্লার সাইফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়।
মামলার এজাহারের বরাত দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১৬ সালের ২৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট শংকরবাটি মহল্লার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ২২ টি পিস্তল, ৪৫ টি ম্যাগজিন ও ১৩৬ রাউন্ড গুলি উদ্ধার করে। ওই বাড়িটি ছাগলের খামার হিসেবে ব্যবহারের কথা বলে ভাড়া নিয়েছিলেন শাহ আলম। এ ঘটনায় ওই দিন সদর থানার এস আই আব্দুল করিম অস্ত্র আইনে মামলা দায়ের করেন। ২০১৭ সালের ২২ এপ্রিল আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুব আলম।
মামলার স্বাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে আদালত এই রায় প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৮-১৯