নয়াগোলায় ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা মমিনপাড়ায় ৪ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের মামলার আসামী শ্রী জয়দেব (৪০) কে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার দিবাগত ভোররাতে নয়াগোলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া জয়দেবের বাড়ি শিবগঞ্জের মনাকষা কলোনী পাড়ায়। সে নয়াগোলায় ভাড়া থাকতো।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, সোমবার দুপুরে নয়াগোলা মমিনপাড়ায় ওই শিশুটি বাড়ির সামনে রাস্তায় খেলাধুলা করার সময় খাবার জিনিস দেয়ার প্রলোভন দেখিয়ে জয়দেব শিশুকে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ্য অবস্থায় বাড়িতে গিয়ে তার পিতা মাতাকে জানালে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় শিশুটির মা বাদি হয়ে জয়দেবের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৮-১৯
গ্রেফতার হওয়া জয়দেবের বাড়ি শিবগঞ্জের মনাকষা কলোনী পাড়ায়। সে নয়াগোলায় ভাড়া থাকতো।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, সোমবার দুপুরে নয়াগোলা মমিনপাড়ায় ওই শিশুটি বাড়ির সামনে রাস্তায় খেলাধুলা করার সময় খাবার জিনিস দেয়ার প্রলোভন দেখিয়ে জয়দেব শিশুকে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ্য অবস্থায় বাড়িতে গিয়ে তার পিতা মাতাকে জানালে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় শিশুটির মা বাদি হয়ে জয়দেবের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৮-১৯