জেলা জাতীয় শ্রমিক লীগের সংবাদ সম্মেলন

সোনামসজিদ স্থলবন্দরে জাতীয় শ্রমিক লীগের নাম ভাঙিয়ে একটি চক্র ফয়দা হাসিলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম রানা। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম  রানা অভিযোগ করে বলেন, জাতীয় শ্রমিক লীগের ব্যানারে সোনামসজিদ স্থলবন্দরে একটি অসাধু মহল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে গত বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করা হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মাহবুব হাসান ঋতুসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সোনামসজিদ স্থলবন্দরে কর্মরত বন্দর শ্রমিক লীগের সভাপতি মো. সাদেকুর রহমান মাস্টার বলেন, তার সংগঠনটি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ হওয়ায় বন্দরে কর্মরত সকল শ্রমিকের স্বার্থ সংরক্ষণ করে। যার রেজিস্ট্রেশন নম্বর-২১৪৭। তিনি আরো বলেন, জাতীয় শ্রমিক লীগের সাথে এ সংগঠনটির সংশ্লিষ্টতা নেই।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৮-১৯