নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর প্রর্দশনী

মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘর  রোববার চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় ও শংকরবাটী  হেফজুল উলুম এফ  কে কামিল মাদরাসা প্রদশন করেছে।  সকালে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এ ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর গেলে প্রধান শিক্ষক  আসলাম কবীর তাদের শুভেচ্ছা জানান।  মুক্তিযুদ্ধ জাদুঘরের  প্রোগ্রাম  কো-অর্ডিনেটর রঞ্জন কুমার সিংহ নামোশংকরবাটী ও শংকরবাটী  হেফজুল উলুম এফ কে কামলি মাদরাসায় গিয়ে  প্রজেক্টরে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র ‘বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাস’ প্রদর্শন, আলোচনা, প্রাচীন যুগ  থেকে শুরু করে মুক্তিযুদ্ধের দুর্লভ ছবির প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থী মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হয়। আগামী ৫ আগস্ট নবাবগঞ্জ সরকারি কলেজে অনুরূপ কর্মসূচি বাস্তবায়নের মধ্যদিয়ে শেষ হবে চাঁপাইনবাবগঞ্জের কর্মসূচি।
মুক্তিযুদ্ধ জাদুঘরের  প্রোগ্রাম  কো-অর্ডিনেটর রঞ্জন কুমার সিংহ বলেন- ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধ জাদুঘরের মাধ্যমে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এসব কর্মসূচি বাস্তবায়ন করছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এর মাধ্যমে একদিকে শিক্ষার্থীরা নতুন করে মুক্তিযুদ্ধকে জানার সুযোগ পাচ্ছে পাশপাশি শিক্ষার্থীরা তাদের প্রতিবেশী ও স্বজনদের কাছ  থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি লিখে জাদুুঘরের কাছে জমা  দেবে এবং বই আকারে তা প্রকাশিত হবে।’ মুক্তিযুদ্ধের স্মৃতি সবার মাঝে জাগরুক রাখতে এই কর্মসূচি প্রণয়ন করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরো জানান, শিক্ষার্থীরা তাদের পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মধ্য  থেকে যারা মুক্তিযুদ্ধ তথা একাত্তরের দিনগুলো প্রত্যক্ষ করেছেন তাদের  কোনো একজনের অভিজ্ঞতার বিবরণী শুনে তা নিজ ভাষায় লিখে জাদুঘরে  প্রেরণ করছেন। এ কর্মসূচি  শেষে শিক্ষার্থীদের লেখাগুলো নিয়ে বিশাল এক বই প্রকাশ করা হবে বলেন জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৭-১৯