ডেঙ্গুজ্বরে আক্রান্ত আরো তিন রোগী চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে ভর্তি
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত তিনজন মঙ্গলবার ভর্তি হয়েছে। এনিয়ে এপর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা দাঁড়ালো ১৫ জনে। তারা হচ্ছে রমজান আলী (৩০), আব্দুল রহমান (৫০), সিহাব(১৫)।
এদিকে বিকালে ৩জনের অবস্থার উন্নতি হলে তাদের ছাড়পত্র দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ২৪ ঘন্টায় আরো ৩ জন নতুন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এইনিয়ে সদর হাসপাতালে ১২জন ভর্তি আছে।তিনি আরো জানান, আক্রান্তরা সবাই ঢাকায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ ফিরে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৭-১৯
এদিকে বিকালে ৩জনের অবস্থার উন্নতি হলে তাদের ছাড়পত্র দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ২৪ ঘন্টায় আরো ৩ জন নতুন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এইনিয়ে সদর হাসপাতালে ১২জন ভর্তি আছে।তিনি আরো জানান, আক্রান্তরা সবাই ঢাকায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ ফিরে এসে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৭-১৯