নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রজাউল করিম বাবু গ্রেফতার

নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে  পুলিশ তাকে রাজশাহী মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেফতার করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খাঁন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


উল্লেখ্য যে, গত শুক্রবার বিকেলে নাচোল খাদ্য গোডাউনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবুর নেতৃত্বে ৭/৮জন ব্যাক্তি  খাদ্য গোডাউনে ঢুকে উপখাদ্য পরিদর্শক মাসুদ রানা ও কুলি সর্দার মজিবুর রহমানকে বেধড়ক মারপিট করেন ।

 এ ঘটনায় নাচোল খাদ্য গোডাউনের ওসি এলএসডি শফিউর রহমান বাদী হয়ে নাচোল থানায় একটি মামলা করেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৬-১৯

,