জেলায় ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম পর্যায়ে চাঁপাইনববাবগঞ্জে প্রায় ২ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। ২২ জুন জেলার ৫টি উপজেলা ও পৌরসভার ১২০১টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন এ কার্যক্রম চলবে।
রবিবার চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন সায়ফুল ফেরদৌস মুহাঃ খায়রুল আতাতুর্কের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেল্ াপুষ্টি বিষয়ক সমন্বয়কারী ডা. জাকির হোসেন, ইপিআই ইন্সপেক্টর আমিরুল ইসলাম জীবন, স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার প্রমুখ।
মতবিনিময় সিভিল সার্জন বলেন, শিশুর জন্য ভিটামিন এ খুবই গুরুত্বপূর্ন, তাই কোন শিশু যাতে ভিটামিন খাওয়ানোর এ কার্যক্রম থেকে বাদ পড়ে না যায় সেই লক্ষে গনমাধ্যমে কাছে আমি সহযোগিতা চাই।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৬-১৯