কলকাতায় চাঁদ দেখা গেছে, কাল ঈদ


ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই কাল বুধবার কলকাতায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার খবর জানিয়েছে কলকাতার বিখ্যাত নাখোদা মসজিদ। কলকাতায় চাঁদ দেখা কমিটির পক্ষে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে এ খবর জানিয়েছেন নসির ইব্রাহিম।
গতকাল সোমবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা যায়। সেসব দেশে আজ ঈদুল ফিতর উদযাপিত হয়।
আজ কলকাতায় চাঁদ দেখা যাওয়ায় শেষ হচ্ছে পবিত্র রমজান মাস। কলকাতায় রোজাও শুরু হয়েছিল মধ্যপ্রাচ্যের একদিন পরে।
পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন সূত্রের খবর, নিয়ম মেনে বুধবার সকালে কলকাতার রেড রোডে আয়োজিত হবে ঈদের জামাত। সেখানে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সূত্রঃ এনটিভি অনলাইন/ ০৪-০৬-১৯