উদয়ন মোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনে মৃত্যু

চাঁপাইনাবগঞ্জ শহরের উদয়ন মোড়ে নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী বিপ্লব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবক ওই এলাকার  জুয়েলের ছেলে।




স্থানীয়রা ও পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বিপ্লব।

তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাইবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৬-১৯