রেল বাগানপাড়া থেকে কিশোরের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা রেলবাগানপাড়া থেকে সোমবার রবিউল ইসলাম (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবা-মার মাঝে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর রেলবাগানপাড়াতে মা সুলতানার সঙ্গে থাকতো রবিউল।
অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, শনিবার রাতে রবিউলের সমবয়সী কয়েকজন বন্ধু তাকে মারধর করে। এতে আহত হয়ে সে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছিলো। সোমবার সকালে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, মারধরের জেরেই সে মারা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৬-১৯
অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, শনিবার রাতে রবিউলের সমবয়সী কয়েকজন বন্ধু তাকে মারধর করে। এতে আহত হয়ে সে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছিলো। সোমবার সকালে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, মারধরের জেরেই সে মারা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৬-১৯