বিনোদপুরের সুমনের মাদক মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে মাদকের আগ্রাসন রোধ ও মাদক মামলায় আটক যুবক মামুনের মাদক মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে বুধবার মানববন্ধন ও সমাবেশ করেছে বিনোদপুর এলাকাবাসী।
বিনোদপুর বাজারে সচেতন বিনোদপুরবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে এলাকার উল্লেখযোগ্য সংখক কৃষক, শ্রমিক ছাত্রসহ সাধারণ মানুষ অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রসহ নানান শ্রেণী পেশার মানুষ।
সমাবেশে বক্তারা বলেন, ‘ সাম্প্রতিক সময়ে শিবগঞ্জের বিনোদপুর এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। বিশেষ করে ফেন্সিডিল ও ইয়াবা এলাকায় একেবারে সহজলভ্য হয়ে উঠেছে। বিনোদপুরে মাদকের সহজলভ্যতার কারণে দূরদুরান্তের অসংখ্য যুবক মটর সাইকেলযোগে বিনোপুর এসে মাদক সেবন করছে এবং অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে’।
বক্তারা অভিযোগ করেন, ‘ বিনোদপুরে মাদকের ব্যাপক বিস্তার ঘটলেও পুলিশ নির্বিকার ভুমিকা পালন করছে। এমনকি কোন কোন পুলিশ সদস্য নিয়োমিত মাসোয়ারার মাধ্যমে মাদক ব্যবসায় সহায়তা করেছে’। বক্তারা বলেন, ‘ মাদক ব্যাবসায়ীদের দৌড়াত্বের কারণে এলাকার সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে’।
এদিকে, মাদক মামলায় আটক বিনোদপুরের চানশিকারী গ্রামের যুবক মামুনকে নিরীহ উল্লেখ করে বক্তারা বলেন, ‘ ষড়যন্ত্রমূলকভাবে মামুনকে মাদক দিয়ে ফাঁসানো হয়েছে। পুর্ব শত্রুতার জের ধরে কোন দুস্কৃতকারী তার মটর সাইকেলে মাদক রেখে পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দিয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত হওয়া জরুরী’।
সমাজ ও মানুষ বাঁচাতে বিনোদপুরে মাদক বিরোধী সাঁড়াশি অভিযানের দাবি জানান বক্তরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৬-১৯
বিনোদপুর বাজারে সচেতন বিনোদপুরবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে এলাকার উল্লেখযোগ্য সংখক কৃষক, শ্রমিক ছাত্রসহ সাধারণ মানুষ অংশ নেন। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রসহ নানান শ্রেণী পেশার মানুষ।
সমাবেশে বক্তারা বলেন, ‘ সাম্প্রতিক সময়ে শিবগঞ্জের বিনোদপুর এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। বিশেষ করে ফেন্সিডিল ও ইয়াবা এলাকায় একেবারে সহজলভ্য হয়ে উঠেছে। বিনোদপুরে মাদকের সহজলভ্যতার কারণে দূরদুরান্তের অসংখ্য যুবক মটর সাইকেলযোগে বিনোপুর এসে মাদক সেবন করছে এবং অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে’।
বক্তারা অভিযোগ করেন, ‘ বিনোদপুরে মাদকের ব্যাপক বিস্তার ঘটলেও পুলিশ নির্বিকার ভুমিকা পালন করছে। এমনকি কোন কোন পুলিশ সদস্য নিয়োমিত মাসোয়ারার মাধ্যমে মাদক ব্যবসায় সহায়তা করেছে’। বক্তারা বলেন, ‘ মাদক ব্যাবসায়ীদের দৌড়াত্বের কারণে এলাকার সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে’।
এদিকে, মাদক মামলায় আটক বিনোদপুরের চানশিকারী গ্রামের যুবক মামুনকে নিরীহ উল্লেখ করে বক্তারা বলেন, ‘ ষড়যন্ত্রমূলকভাবে মামুনকে মাদক দিয়ে ফাঁসানো হয়েছে। পুর্ব শত্রুতার জের ধরে কোন দুস্কৃতকারী তার মটর সাইকেলে মাদক রেখে পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দিয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত হওয়া জরুরী’।
সমাজ ও মানুষ বাঁচাতে বিনোদপুরে মাদক বিরোধী সাঁড়াশি অভিযানের দাবি জানান বক্তরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০৬-১৯