শিশুদের মাঝে বন্ধুসভার পোশাক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন এলাকার ১০০ জন দুস্থ ও গরিব শিশুদের মাঝে ঈদ উপলক্ষে সোমবার নতুন পোশাক বিতরণ করেছে প্রথম আলো বন্ধুসভা, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। বন্ধুসভার বন্ধুদের দেয়া চাঁদার টাকা দিয়ে কেনা এসব পোশাক দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা শফিকুল আলম, সভাপতি নাহিদুল হক, সহসভাপতি মারিয়া হাসান, সাবেক সভাপতি আনিফ রুবেদ, আলী উজ্জামান নূর, যুগ্ন সাধারন সম্পাদক মুজাহিদ হাসান, শিরিন জাহান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহনাজ পারভিন, বন্ধু জহিরুল ইসলাম, মোহা. শাহজাহান, রাইসা, ফুজি, তিশা, পিয়া, আরেফিন অপু, প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখার সদস্য সচিব মনোয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমূখ।
পোশাক পেয়ে চতুর্থ শ্রেণির ছাত্র প্রতিবন্ধী মুনিমুল ইসলাম বলে, বাবা রিক্সা চালিয়ে কোনরকমে সংসার চালান। ঈদে নতুন পোশাক কিনে দিতে পারবে না বলে দিয়েছে। বন্ধুসভার পোশাক পেয়ে খুব আনন্দ লাগছে।
পোশাক পাওয়া তুহিন আলীর নানী তাজকেরা বেগম বলেন, তুহিনের বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছে। মা কিছুটা মানসিক ভারসাম্যহীন। ওকে দেখার মত কেহু নেই। হামরাও গরিব মানুষ। গাঁয়ের আর সব শিশুরা নতুন পোশাক কিন্যা নিয়ে আসছে দেখ্যা ওর মন খারাপ। ওর মুখ দেখ্যা হামারও মন কাঁনছিল। এট্যা শুইন্যা বন্ধুসভার একজন ওকে নতুন শার্ট দিল। শার্ট পাইয়্যা ওর হাসিমুখ দেইখ্যা হামারও খুব ভালো লাগছে। ধন্যবাদ বন্ধুসভাকে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৫-১৯