গোমস্তাপুরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রোপা আমন  মৌসমে বিনা কর্তৃক উদ্ভাদিত ধানের জাত পরিচিতি এবং চাষাবাদ কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সভাকক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাশ। এ সময় ময়মনসিংহ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর প্রধান  বৈজ্ঞানিক কর্মকর্তা ড. স্মিগ্ধা রায়, চাঁপাইনবাবগঞ্জ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা হাসানুজ্জামান,  গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, উপজেলা কৃষি অফিসার মাসুদ  হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা।
প্রশিক্ষণ কর্মশালায় ৬০ জন প্রান্তিক কৃষককে প্রশিক্ষণ  অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক গোমস্তাপুর/ ৩১-০৫-১৯

,