নাচোলের ২০ প্রতিবন্ধি শিক্ষার্থী পেল ৯৬ হাজার টাকার উপবৃত্তি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার নাচোল পৌরসভার কন্যানগরে অবস্থিত নাচোল প্রতিবন্ধী বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপবৃত্তি প্রদান করেন নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।
নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, প্রতিবন্ধী বিদ্যালয়ের সদস্য সচিব ও উপজেলা সমাজ সেবা অফিসার সোহেল রানা।
অনুষ্ঠানে ২০জন শিক্ষার্থীদের মাঝে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির ৯৬ হাজার টাকা প্রদান করা হয়। এর মধ্যে ১২ জনকে জন প্রতি ৬ হাজার টাকা ও ৮ জনকে জন প্রতি ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৫-১৯

,