হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা

হলদে পাখি সম্প্রসারণে চাঁপাইনবাবগঞ্জে  বুধবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, রাজশাহী অঞ্চলের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের রাজশাহীর আঞ্চলিক কমিশনার সিরাজুম মনিরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মোহা. খায়রুল আতাতুর্ক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাদের, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মনিরা রহমান, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক গৌরী চন্দ সিতু, এসোসিয়েশনের সদর উপজেলা সম্পাদক রোকসানা বেগম, গোমস্তাপুর উপজেলার স্থানীয় কমিশনার হালিমা খাতুন প্রমুখ। 
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের চরিত্রবান, সুশৃংখল, পরোপকারী ও আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গার্ল গাইডস্ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। পাশাপাশি এসব বিদ্যালয়গুলোতে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারিত হলে এর কার্যকারিতা আরো ফলপ্রসূ হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৫-১৯