সুন্দরপুরে ইটভাটায় অভিযান ॥ তিনজনকে ৬ মাসের কারাদন্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে অবৈধভাবে গড়ে উঠা দুটি ড্রাম চিমনি ইট ভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হল নোভা ইট ভাটার মালিক আমিনুল ইসলাম (৫৫) এবং তাজ ইট ভাটার মালিক শুকুরুদ্দিন (৬০) ও মাইনুল ইসলাম (৫৫)।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত সুন্দরপুর ইউনিয়নের নোভা ও তাজ ইট ভাটায় অভিযান চালিয়ে আমিনুল ইসলাম, শুকুরুদ্দিন ও মাইনুলকে আটক করা হয়। এসময় ইট তৈরির সামগ্রী, ২টি জেনারেটর জব্দ করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ১৩/১৪ ধারায় ৬ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয়।
এছাড়াও ইসলামপুর ইউনিয়নের হায়াতমোড়ে খোলা অবস্থায় রাখার দায়ে ডিজেল, প্রেটোল নষ্ট করা ও বিত্রেুতাদের মৌখিকভাবে সর্তক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৫-১৯
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত সুন্দরপুর ইউনিয়নের নোভা ও তাজ ইট ভাটায় অভিযান চালিয়ে আমিনুল ইসলাম, শুকুরুদ্দিন ও মাইনুলকে আটক করা হয়। এসময় ইট তৈরির সামগ্রী, ২টি জেনারেটর জব্দ করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ১৩/১৪ ধারায় ৬ মাসের বিনাশ্রম করাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয়।
এছাড়াও ইসলামপুর ইউনিয়নের হায়াতমোড়ে খোলা অবস্থায় রাখার দায়ে ডিজেল, প্রেটোল নষ্ট করা ও বিত্রেুতাদের মৌখিকভাবে সর্তক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৫-১৯