Sidebar Ads
হারুন আমিনুলের শপথে চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিল

বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ হারুন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ায় চাঁপাইনবাবগঞ্জে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে বিএনপি।
বিকেলে শপথ গ্রহনের খবর পৌছরপরই চাঁপাইনবাবগঞ্জ শহরের  পাঠান পাড়ার দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়। পরে সেখান থেকে সদর উপজেলা বিএনপি’র উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর আহসান হাবীব, মইদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সারোয়ার জাহান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সামিরুল ইসলাম পলাশ, সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ, পৌর ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম প্রমুখ।
উপজেলা বিএনপি’র এই আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপি ও তার অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নিলেও জেলা বিএনপি’র শীর্ষনেতাদের কাউকে দেখা যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৪-১৯

Powered by Blogger.

Tags

Categories

Categories

Advertisement

Main Ad

International

Auto News

Tags

Chapainawabganjnews

Popular Posts

Popular Posts