স্কুলে স্কুলে ভ্রাম্যমান বই মেলা

চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার থেকে শুরু হয়েছে স্কুলে স্কুলে ভ্রাম্যমান বই মেলা। শহরের গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়সহ ১০ শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এ মেলা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। মেলায় শিশুতোষ, মুক্তিযুদ্ধ বিষয়ক বই, গল্প, উপন্যাসসহ প্রায় ৬ হাজারের বেশি বই বিক্রির জন্য রাখা হয়েছে। স্কুল চলাকালীন সময়ে শিক্ষার্থীরা মেলা থেকে পছন্দের বই কিনছেন। সকালে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে মেলার উদ্বোধন করেন কবি মোস্তাক রহমান। সামাজিক সংগঠন দিশা পরিচালিত আলোঘর প্রকাশনা এ মেলার আয়োজক।
আলোঘর প্রকাশনার জনসংযোগ কর্মকর্তা হাসনাত মোবারক জানান, নতুন প্রজন্মকে আলোকিত করে গড়ে তুলতে বইয়ের বিকল্প নেই, সেই চিন্তা থেকেই আমরা সারাদেশের প্রতিটি মানুষের কাছে বই পৌচ্ছে দিতে চাই। আর সেই লক্ষ্য নিয়েই আমাদের এ মেলার আয়োজন। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৪-১৯