স্থাগিত কেন্দ্রে ২ হাজার ভোট পেয়ে শিবগঞ্জে কিবরিয়াই হলেন ভাইস চেয়ারম্যান

গত ২৪ মার্চ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্থাগিত  হওয়া দু’টি কেন্দ্রে বুধবার ভাইস চেয়ারম্যান পদে পুনঃ ভোট গ্রহণ করা হয়েছে। এতে ১ হাজার ৯০৭ টি ভোট পেয়ে নির্বাচনের টিউবয়েল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতাকারী গোলাম কিবরিয়া বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২কেন্দ্রে তালা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতাকারী শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক পেয়েছেন ৬২ ভোট।
শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের দিন অনিয়ম ও গোলযোগের কারণে শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উজিরপুর ইউনিয়নের হাউসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ স্থগিত করা হয়। এই দু’ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল ৫ হাজার ৯৪৫ ভোট। নির্বাচনের ফলাফলে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীর মধ্যে ভোটের পার্থক্য ৫ হাজার ৯৪৫ এর বেশি হওয়ায় চেয়ারম্যান পদে সৈয়দ নজরুল ইসলামকে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিউলি বেগমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তবে, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতাকারী গোলাম কিবরিয়া ও রফিকুল ইসলাম রফিকের মধ্যে ভোটের পার্থক্য কম হওয়ায় আটকে যায় কিবরিয়ার ফলাফল। তাদের মধ্যে ভোটের পার্থক্য ছিল ৪ হাজার ৮৭৫।
২৪ মার্চ ১৬৪ কেন্দ্রে গোলাম কিবরিয়া পেয়ছিলেন ৩৪ হাজার ৩০১ ভোট, রফিকুল ইসলাম রফিক পেয়েছিলেন ২৯ হাজার ৪২৬ ভোট, গোলাম মুর্শেদ পারভেজ পেয়েছিলেন ২৮ হাজার ৩৬৮ ভোট ও মজিবুর রহমান পেয়েছিলেন ২৩ হাজার ১০৯ ভোট।
স্থগিত দু’ কেন্দ্রে প্রাপ্ত ১ হাজার ৯০৭ ভোটসহ গোলাম কিবরিয়ার প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়ালো ৩৬ হাজার ২০৮।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৪-১৯

,