শপথ নিলেন হারুন আমিনুলসহ বিএনপির চার সদস্য
এর আগে গত বৃহস্পতিবার শপথ নেন ঠাকুরগাঁও -৩ আসন থেকে নির্বাচিত বিএনপির জাহিদুর রহমান জাহিদ। বিএনপির সবাই শপথ নিলেও এখন পর্যন্ত শপথ নেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বগুড়া- ৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা আজ ২৯ এপ্রিল সোমবার শপথ না নিলে এসব আসনে পুনর্র্নিবাচনের আয়োজন করার সাংবিধানিক নির্দেশনা রয়েছে।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে দাবি করে শপথ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল বিএনপি ও ঐক্যফ্রন্ট।
তবে বিএনপি থেকে নির্বাচিতরা বলছেন, এলাকার মানুষের চাপে সংসদে যেতে বাধ্য হয়েছেন তাঁরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৪-১৯