‘আম বাঁচলে, বাঁচবে চাঁপাইনবাবগঞ্জ’ শ্লোগান নিয়ে শিবগঞ্জে আম ব্যবসায়ীদের সভা

‘আম বাঁচলে, বাঁচবে চাঁপাইনবাবগঞ্জ’ এই শ্লোগান নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে আম ব্যবসায়ীরা।
চাঁপাইনবাবগঞ্জ ম্যাংগো ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে ম্যাংগো ফাউন্ডেশন আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, ম্যাংগো ফাউন্ডেশন সদস্য সচিব আহসান হাবিব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, কাজী গোলাম মোস্তফা, রবিউল আওয়াল, সাকির হোসেন, মজিবুর রহমান, মটর সাহা, মনিরুল ইসলাম।
এসময় শিবগঞ্জের আম ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায়, আমবাগানে পুলিশ মোতায়েন বিষয়ক বিজ্ঞ উচ্চ আদালতের নির্দেশনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। নির্দেশনাকে সাধুবাদ জানিয়ে এর সঠিক বাস্তবায়ন পাশাপাশি নির্দেশনাটি সংশোধনপূর্বক তা পূণর্বিবেচনারও দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-০৪-১৯