অটিজম সচেতনতা দিবস পালিত

‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. সায়ফুল ফেরদৌস মুহা. খায়রুল আতাতুর্ক, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, সমাজ সেবা দপ্তরের সহকারি পরিচালক সিরাজুম মনির আফতাবী প্রমুখ।
সভায় অটিজমসহ সকল প্রতিবন্ধীদের প্রতি অবহেলা না করে, তাদের পাশে দাঁড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়। সভায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৪-১৯