কিরণগঞ্জ সীমান্তে ফেনসিডিল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে এলাকা থেকে শুক্রবার রাতে ১ হাজার ১শ’ ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিরণগঞ্জ বিওপির একটি টহল দল ৫৯ ব্যাটালিয়নের জেসিও-৫৬৫৭ অনারারী উপ পরিচালক আশরাফ আলীর নেতৃত্বে সীমান্তে পিলার ১৭৯/২ এস হতে আনুমানিক ২ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ৭৬ বিঘা নামক স্থানে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে ভারত থেকে কয়েকজন ব্যক্তি বস্তা নিয়ে বাংলাদেশের দিকে আসলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তিরা পালিয়ে গেলেও একটি বস্তা ফেলে যায়। ওই বস্তা থেকে ১ হাজার ১শ’ ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
উদ্ধারকৃত ফেনসিডিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৩-১৯
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিরণগঞ্জ বিওপির একটি টহল দল ৫৯ ব্যাটালিয়নের জেসিও-৫৬৫৭ অনারারী উপ পরিচালক আশরাফ আলীর নেতৃত্বে সীমান্তে পিলার ১৭৯/২ এস হতে আনুমানিক ২ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ৭৬ বিঘা নামক স্থানে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে ভারত থেকে কয়েকজন ব্যক্তি বস্তা নিয়ে বাংলাদেশের দিকে আসলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তিরা পালিয়ে গেলেও একটি বস্তা ফেলে যায়। ওই বস্তা থেকে ১ হাজার ১শ’ ২০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
উদ্ধারকৃত ফেনসিডিল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৩-১৯