ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল চত্বরে সকালে জাতীয় ভিটামিন “এ” প্ল¬াস ক্যাম্পেইন (২য় রাউন্ড) কর্মসুচির আনুষ্ঠাানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ফেরদৌস মুহাঃ খায়রুল আতাতুর্ক। এসময় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদিম সরকার, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী, অর্থপেডিক্স বিভাগের কনসালট্যান্ট ডা. ইসমাইল হোসেন, ইপিআই ইন্সপেক্টর আমিরুল ইসলাম জীবনসহ  স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ।
এবছর চাঁপাইনবাবগঞ্জের ১ হাজার ২০১টি কেন্দ্রের ৫ উপজেলা ও ১ পৌরসভার ৬ থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ৩০ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৭৭ হাজার ৯’শ ৪১ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০২-১৯