গণ পরিষদ ও জাতীয় সংসদের সাবেক সদস্য জননেতা ডা. মেবাহুল হকের মৃত্যু বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণ পরিষদ ও জাতীয় সংসদের প্রাক্তন সদস্য জননেতা ডা. আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্মৃতি পরিষদ ও বাচ্চু ডাক্তারের পরিবারের যৌথ আয়োজনে ২ দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়।
বুধবার এই উপলক্ষে শহরের শিশু শিক্ষা নিকেতনে মুক্তিযুদ্ধের উপর কুইজ প্রতিযোগিতা, হামদ নাত ও ক্বেরাত প্রতিযোগিতা, চিত্রাংকন, নির্ধারিত কবিতা আবৃত্তি হয়েছে।
মরহুমের রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিল, মরহুমের কবর জিয়ারত, চাঁপাইনবাবগঞ্জ শহরের ডাক্তার মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) সড়কে মরহুমের হক মঞ্জিলে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক মনিম-উদ-দৌলা চৌধুরী, কবি এনামুল হক তুফান, সাবেক অধ্যক্ষ সাইদুর রহমান, শিক্ষক মো. শাহ আলম, মরহুমের পরিবারের সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নের্তৃবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০১-১৯