ভোলাহাটে ফায়ার সার্ভিসের জনসচেতনতামূল বিশেষ মহড়া



 ভোলাহাট ও গোমস্তাপুর উপজেলার ফায়ার সার্ভিসের যৌথ অংশ গ্রহণে রবিবার বেলা ১১টার দিকে ভোলাহাট মোহবুল্লা মহাবিদ্যালয় মাঠে জনসচেতনতামূলক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ফায়ার সার্ভিস সদস্যরা যে কোন প্রকৃতিক দূর্যোগ মোবাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক মহড়া প্রদর্শণ করেন। এর মধ্যে ভূমিকম্প, জলচ্ছাস, অগ্নিকান্ড, ভূমি ধসসহ বিভিন্ন বিষয়ে সাধারণ ভাবে মিাবাবেলা করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি করতেই এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় উপস্থিত ছিলেন এলাকার সহ¯্রাধীক সাধারণ মানুষ, শিক্ষাথী, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবি। মহড়া পরিচালনা করে গোমস্তাপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুস সাত্তার। বিভিন্ন বিষয়ে উপস্থাপনা করেন, এফ এম রেজাউল করিম। মহড়ার নেতৃত্ব দেন ভোলাহাট ফায়ার সার্ভিসের ইনর্চাজ আবুল কাশেম। আরো উপস্থিত হয়ে মহড়া উপভোগ করেন, মোহবুল্লাহ মহাবিদ্যালয় অধ্যক্ষ রহমত আলী, স্থানীয় সাংবাদিকসহ অন্যরা। এ সময় ভোলাহাট ফায়ার সার্ভিসের সাথে  ০১৩১৭-৩৩৮৪৮ মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক ভোলাহাট/ ২৭-০১-১৯

,